স্টেম সেল প্রতিস্থাপন (Stem Cell Transplant)

মাতা এবং পিতার কাছ থেকে করে আগত দুটি প্রজনন কোষের সম্মিলনে সৃষ্ট একটি নিষিক্ত কোষ বিভাজিত হয়ে লক্ষ লক্ষ কোষের সমন্বয়ে গঠিত হয় মানব ভ্রুণ। এ ভ্রুণ গঠনের সূচনায় সীমিত সংখ্যক কোষ এক্টোডার্ম, মেজোডার্ম এবং মেজোডার্ম নামক তিনটি স্তরে বিন্যস্ত থাকে। এ কোষগুলোকে স্টেমসেল বলা হয়। নির্দিষ্ট ধরণের স্টেম সেল থেকেই শরীরের বিভিন্ন অংগ প্রত্যংগসমূহ গঠিত হয়ে থাকে। ভ্রুনটি পূর্ণভাবে বিকশিত হবার পর এ স্টেমসেলগুলোর আর কোন কার্যকরিতা থাকেনা। তবে, পূর্ণবয়স্ক মানুষের ত্বকের নীচে চর্বির সাথে এবং শরীরের আরো কোন কোন স্থানে কিছু মেজোডার্মাল স্টেমসেল সুপ্ত অবস্থায় থাকে। এসব সেলকে বিশেষ প্রক্রিয়ায় উদ্দীপ্ত করে শরীরের নির্দিষ্ট অংগে স্থাপন করা হলে সেগুলো দ্রুত বর্ধিত হয়ে অকেজো অংগের মেরামত, প্রতিস্থাপন, পুণর্গঠন ও ক্ষত নিরাময় করে থাকে। এতে সংশ্লিষ্ট অংগটি তার কার্যক্ষমতা ফিরে পায়। অাধুনিক চিকিৎসা বিজ্ঞানে এ প্রযুক্ততির নাম হলো স্টেমসেল চিকিৎসা।

স্টেম সেল প্রতিস্থাপনের ক্ষেত্রসমূহ

বর্তমান এ বিএলসিএস হাসপাতাল এ যে সব রোগ এর জন্য স্টেম সেল প্রতিস্থাপন করা হচ্ছে-
১. কিডনী বৈকল্য (CKD/Chronic renal failure)
২. লিভার সিরোসিস (Liver Cirrhosis)
৩. হাঁপানী ও শ্বাসকষ্ট (COPD)
৪. মুখমন্ডল, ও শরীরের অন্যান্য অংশের পূণর্গঠন ও সৌন্দর্য বর্ধন (Rejuvenation/Beautification of bodyparts including face and private parts)
৫. নপুংসকতা বা পুরুষের উত্থান জনিত সমস্যা (Erectile Dysfunction)
৬. মহিলাদের অনিয়ন্ত্রিত প্র¯্রাব ঝরা (Stress Incontinence)
৭. হাঁটু, উরুসন্ধি, কাঁধ ও অন্যান্য জোড়ার ক্ষয়জনিত ব্যথা (Osteoarthritis of Knee, Hip, Shoulders and other joints)
৮. গিটে বাত (Rheumatoid arthritis)
৯. বয়োবৃদ্ধি রোধ (Anti-aging)

খুব শীঘ্রই যেসকল রোগের জন্য স্টেমসেল প্রতিস্থাপন শুরু হতে যাচ্ছে ঃ-
১. ব্রেইন স্ট্রোক বা মস্তিস্কে রক্ত সরবরাহের ঘাটতি জনিত কারণে মস্তিস্কের নিষ্ক্রিয়তা ও পক্ষাঘাত (Brain Stroke & Traumatic brain Injury)
২. ডায়াবেটিস (Diabetes)
৩. œায়ুরোগ (Neuropathy), হাত ও পায়ের নার্ভের সমস্যার জন্য জ্বালা পোড়া (Peripheral Neuritis)
৪. মাংসপেশীর প্রদাহ/ মাংসপেশীর বাত (Myopath)
৫. অ্যামিওপ্যাথি (Amyopathy)
৬. বুদ্ধিপ্রতিবন্ধি (Autism)
৭. আলঝেইমার ডিজিজ (Alzheimer’s disease)
৮. অন্ধত (Blindness)
৯. অ্যামায়োট্রফিক ল্যাটেরাল স্কে¬রোসিস (Amyotrophic lateral sclerosis)
১০. মাসক্যুলার ডিসট্রফি (Muscular dystrophy)
১১. ক্রোন্স ডিজিজ (Crohn’s disease)
১২. আলসারেটিভ কোলাইটিস (Ulcerative colitis)

Contact the BLCS team

Make an appointment

Call us on any of our telephone lines. Our working hours are between 7:00 a.m. to 11:59 p.m. everyday of the week.

House-2, Road-2, Block-D, Sector-2, Aftabnagar, Dhaka 1212

 02226600994, 02226600995,
 01751931530, 01618418393

dryakubali@blcsbd.com