Avascular Necrosis (AVN) হলো রক্তপ্রবাহের স্বল্পতার কারনে হাড়ের তরুনাস্থি ও জোড়ার ক্ষয়। ইহা অস্টিও নেকরোসিস বা এসেপটিক নেকরোসিস বা ইসকেমিক নেকরোসিস নামেও পরিচিত। হাড় যেহেতু জীবন্ত কোষ দিয়ে তৈরী তাই হাড়ের পুষ্টির জন্য রক্ত সরবরাহ একান্ত প্রয়োজন। হাড়ে রক্ত সরবরাহ কমে গেলে পুষ্টির অভাবে হাড়ের কোষের মৃত্যু হয়। যদি হাড়ের এই রক্ত প্রবাহের স্বল্পতা দ্রুত গতিতে থামানো না যায় বা রক্ত প্রবাহ পুনরায় বাড়ানো না যায় তবে ধীরে ধীরে হাড় ভেঙ্গে যেতে থাকে। সাধারণত উরুর উপরের অংশের হাড়ে (Femoral Head) এ ধরনের ক্ষয় দেখা যায়। এছাড়াও হাটু, গোড়ালীর হাড়ে এভাসকুলার নেকরোসিস হয়ে থাকে।
অ্যাভাস্কুলার নেক্রোসিসের প্রাথমিক পর্যায়ে রোগীদের কোন লক্ষণ প্রকাশ নাও পেতে পারে। পরবতীতে বিশ্রামে এবং চলাচলে উভয় ক্ষেত্রেই ব্যাথা বাড়তে পারে। এবং তা আক্রান্ত জয়েন্টে নড়া চড়া করতে ব্যাথা তীব্র হতে পারে।ব্যাথা সাধারণত ধীরে ধীরে বিকাশ লাভ করে এবং হালকা বা তীব্র হতে পারে। এই ব্যাথা মাস থেকে বছর দীর্ঘ সময় পর্যন্ত হতে পারে। এই রোগটির একটি বৈশিষ্ট্য হলো প্রচন্ড রাত্রীকালীন ব্যাথা। এক্ষেত্রে মধ্য বয়সী (বিশেষ করে পুরুষের তুলনায় নারীদের বেশি) হয়। হিপে হটাৎ করেই কোন কারণ ছাড়া ব্যাথা শুরু হতে পারে। এই রোগমূলত যে কারণে হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো – বারবার আঘাত পাওয়া, যে কোন কারণে উরুর ফিমার নামক হাড়ের মাথায় রক্ত সঞ্চালনে ব্যাঘাত, অন্য কোন রোগের জন্য ( গিটে বাত, এনকাইলোজিং সপ্ডাইলাইটিস, হাপানী) বা মোটা হবার জন্য দীঘমেয়াদী স্টেরয়েড/ গর্ভনিরোধক বড়ি সেবনের ফলে হতে পারে এই রোগ।
এছাড়াও মদ্যপানের ফলেও অ্যাভাস্কুলার নেক্রোসিস রোগ হতে পারে। যদিও অ্যাভাস্কুলার নেক্রোসিস এর সাথে কমপক্ষে প্রায় ২০টি রোগ যুক্ত রয়েছে। তবে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে লেজার কোরডিকমপ্রেসন ও স্টেম সেলের মাধ্যমে এই রোগ সম্পূর্ণ নিরাময় সম্ভব। অ্যাভাস্কুলার নেক্রোসিসের গতানুগতিক যে সব চিকিৎসা পদ্ধতি চালু আছে, তার মধ্যে অন্যতম হিপ জয়েন্টের রিপ্লেসমেন্ট। যা অনেক ঝুঁকিপূর্ণ ও অনেক বেশি ব্যায় বহুল। তুলনামূলক অনেক কম খরচে ও পার্শ প্রতিক্রিয়াহীন এই লেজার কোরডিকমপ্রেসন ও স্টেম সেল চিকিৎসা পদ্ধতীতে নতুন করে সুস্থ্য জীবন যাপনের আশায় বুক বাধতে পারেন অ্যাভাস্কুলার নেক্রোসিসে আক্রান্ত যে কোন রোগী।Call us on any of our telephone lines. Our working hours are between 7:00 a.m. to 11:59 p.m. everyday of the week.
House-2, Road-2, Block-D, Sector-2, Aftabnagar, Dhaka 1212
02226600994, 02226600995,
01751931530, 01618418393
dryakubali@blcsbd.com