যৌন সক্রিয় নারীর জীবনের একটি অতিপরিচিত স্বাস্থ্য সমস্যা হল জরায়ু মুখ বা সার্ভিক্সের সংক্রমন যা জরায়ু মুখের ঘা বা সারভিসাইটিস(Cervicitis) নামে পরিচিত । জরায়ু মুখের প্রদাহের ফলে জরায়ুর মুখ লাল হয়ে গিয়ে জরায়ুর মুখের ঘা দেখা দেয় ।
জরায়ু মুখের ঘা বা সারভিসাইটিসের কারনঃ
প্রসব বা গর্ভপাতের পর বিভিন্ন রোগজীবানুর সংক্রমন নানাবিধ বাহ্যিক আঘাত (অস্ত্রোপচার,প্রসবের সময় গর্ভের শিশুর অস্বাভাবিক অবস্থান) যৌনবাহিত রোগ (গনোরিয়া, সিফিলিস ) অস্বাস্থ্যকর পরিবেশে এম.আর ও ডিএন্ডসি করানো অদক্ষ দাই-এর মধ্যমে প্রসব কার্য সম্পাদন জরায়ু মুখ ছিঁড়ে গিয়ে সংক্রমিত হওয়া জরায়ু মুখের ঘা বা সারভিসাইটিসের লক্ষন কি ?
জরায়ু মুখের ঘা বা সারভিসাইটিসের লক্ষনঃ
জরায়ু, যোনি, কোমর বা তলপেট ব্যথা মাসিক ঋতুস্রাবের সময় জ্বালা ও ব্যথা হওয়া দুই মাসিকের মাঝখানে হঠাৎ মাসিকের রাস্তায় রক্তপাত হওয়া মাসিকের রাস্তায় দুর্গন্ধযুক্ত সাদা বা বাদামী স্রাব বের হওয়া জরায়ুর নিচের অংশ ও যোনিতে চুলকানি জরায়ুর মুখ ছোট বা বড় হয়ে যাওয়া জরায়ু মুখের ঘা বা সারভিসাইটিসের অত্যাধুনিক চিকিৎসা কি? জটিল সংক্রমনে সাধারনত এন্টিবায়োটিক প্রয়োগ করা হয়ে থাকে । বার বার এন্টিবায়োটিক দিয়েও যখন সংক্রমন থামানো যায় না তখন জরায়ু কেটে ফেলে দিয়ে রোগ যন্ত্রনা লাঘবের চেষ্টা করা হয় । কিন্ত জরায়ু কেটে ফেলে দিলে পরবর্তিতে দেখা দেয় নানাবিধ জটিল সমস্যা । বর্তমানে কাটা-ছেঁড়াহীন লেজার সার্জারী Laser Vaporization এর মাধ্যমে জরায়ু কেটে না ফেলে জরায়ু মুখের ঘা ( সার্ভিক্সের সংক্রমন ) বা সারভিসাইটিসের নিরাপদ নিরাময় সম্ভব হচ্ছে ।
Contact the BLCS team
Make an appointment
Call us on any of our telephone lines. Our working hours are between 7:00 a.m. to 11:59 p.m. everyday of the week.