Chronic Liver Disease (Cirrhosis)
ক্রনিক লিভার সিরোসিস

সিরোসিস - যাকে লিভার সিরোসিস বা হেপাটিক সিরোসিসও বলা হয়, এমন একটি অবস্থা যেখানে দীর্ঘমেয়াদী ক্ষতের বা স্কারের কারণে লিভার সঠিকভাবে কাজ করতে পারে না। এই ক্ষত বা স্কার টীস্যু দিয়ে সাধারণ বা স্বাভাবিক লিভার টীস্যূ প্রতিস্থাপন হয়ে থাকে । সাধারণত, মাস বা বছর ধরে ধীরে ধীরে এই রোগটি বিকাশ লাভ করে।

 

স্টেম সেল এর ব্যবহার :

 

স্টেম সেলের কয়েকটি ব্যবহার রয়েছে যার মধ্যে রয়েছে:



গবেষণা - জীবিত কোষ বা টীস্যু কীভাবে কাজ করে এবং রোগের সময় বিভিন্ন ধরণের কোষে কী ঘটে তার প্রাথমিক বায়োলজি বুঝতে আমাদের সহায়তা করতে।

চিকিৎসা- আমাদের দেহকোষ প্রাকৃতিকভাবে প্রতিস্থাপন করতে পারে না এমন ক্ষতিগ্রস্ত কোষ বা টীস্যুকে প্রতিস্থাপন করতে।

Contact the BLCS team

Make an appointment

Call us on any of our telephone lines. Our working hours are between 7:00 a.m. to 11:59 p.m. everyday of the week.

House-2, Road-2, Block-D, Sector-2, Aftabnagar, Dhaka 1212

02226600994, 02226600995,
01751931530, 01618418393

dryakubali@blcsbd.com