Tomorrow's treatments, today
একদল নিবেদিতপ্রাণ বিশেষজ্ঞ চিকিৎসকের উদ্যোগে রাজধানীর আফতাবনগরে স্থাপিত হয়েছে বাংলাদেশ লেজার এবং সেল সার্জারি হাসপাতাল (BLCS Institute & Hospital)। চিকিৎসা বিজ্ঞানের সর্বাধুনিক উদ্ভাবন লেজার এবং স্টেম সেল প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশে প্রথমবারের মত এ হাসপাতালে বহু দুরারোগ্য ব্যাধির চিকিৎসা প্রদান করা হচ্ছে। চিকিৎসা বিজ্ঞানে এটি সত্যি অভিনব।
মাতা এবং পিতার কাছ থেকে করে আগত দুটি প্রজনন কোষের সম্মিলনে সৃষ্ট একটি নিষিক্ত কোষ বিভাজিত হয়ে লক্ষ লক্ষ কোষের সমন্বয়ে গঠিত হয় মানব ভ্রুণ। এ ভ্রুণ গঠনের সূচনায় সীমিত সংখ্যক কোষ এক্টোডার্ম, মেজোডার্ম এবং মেজোডার্ম নামক তিনটি স্তরে বিন্যস্ত থাকে। এ কোষগুলোকে স্টেমসেল বলা হয়। নির্দিষ্ট ধরণের স্টেম সেল থেকেই শরীরের বিভিন্ন অংগ প্রত্যংগসমূহ গঠিত হয়ে থাকে। ভ্রুনটি পূর্ণভাবে বিকশিত হবার পর এ স্টেমসেলগুলোর আর কোন কার্যকরিতা থাকেনা। তবে, পূর্ণবয়স্ক মানুষের ত্বকের নীচে চর্বির সাথে এবং শরীরের আরো কোন কোন স্থানে কিছু মেজোডার্মাল স্টেমসেল সুপ্ত অবস্থায় থাকে। এসব সেলকে বিশেষ প্রক্রিয়ায় উদ্দীপ্ত করে শরীরের নির্দিষ্ট অংগে স্থাপন করা হলে সেগুলো দ্রুত বর্ধিত হয়ে অকেজো অংগের মেরামত, প্রতিস্থাপন, পুণর্গঠন ও ক্ষত নিরাময় করে থাকে। এতে সংশ্লিষ্ট অংগটি তার কার্যক্ষমতা ফিরে পায়। অাধুনিক চিকিৎসা বিজ্ঞানে এ প্রযুক্ততির নাম হলো স্টেমসেল চিকিৎসা।
আলোক রশ্মির সাধারণ ধর্ম হলো এটি তার উৎস থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং দূরত্ব অনুযায়ী তার শক্তি কমে যায়। কিন্তু লেজার পদ্ধতিতে আলোক রশ্মিকে নির্দিষ্ট দিকে পরিচালিত করে তার শক্তিকে বহুগুণিত করা যায়। বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এ পদ্ধতির সুনিয়ন্ত্রিত ব্যবহারে ইস্পাতের সুকঠিন স্তর কর্তন কিংবা সুক্ষ কোন স্নায়ু অপারেশনসহ বহু দুঃসাধ্য কাজ এর দ্বারা সম্ভব হয়েছে।আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক যুগান্তকারী আবিষ্কার হলো লেজার সার্জারি. ১৯৬০সালে এ চিকিৎসা পদ্ধতির আবিষ্কার হওয়ার দুই বছর পর ১৯৬২সালে সর্ব প্রথম মানব দেহে লেজার প্রয়োগ করা হয়।২০০৭ সাল থেকে বাংলাদেশে লেজার অপারেশন বা লেজার সার্জারির প্রচলন হয়। চিকিৎসা সেবার আধুনিকায়নের ফলে মানুষ চায় কাটা-ছেঁড়াহীন পদ্ধতিতে অপারেশন বা চিকিৎসা পেতে ও দ্রুত আরোগ্য লাভ করতে।
At BLCS, we provide the following treatment options for our patients.
Method of treatment: Laser PLDD (Percutaneous Laser Disc Decompression)
Read MoreMethod of treatment:
Method of treatment: Core decompression by laser osteoperforation, with bone marrow stem cell deployment
Read MoreMethod of treatment:
Method of treatment: Autologous Adipose Tissue Derived Mesenchymal Stem Cell (ADSC) deployment
Read MoreMethod of treatment: Autologous Adipose Tissue Derived Mesenchymal Stem Cell (ADSC) deployment
Read MoreMeet our team of doctors
Call us on any of our telephone lines. Our working hours are between 7:00 a.m. to 11:59 p.m. everyday of the week.
House-2, Road-2, Block-D, Sector-2, Aftabnagar, Dhaka 1212
02226600994, 02226600995,
01751931530, 01618418393
dryakubali@blcsbd.com